বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় নাগরিকত্ব ফিরে পেয়েছেন। এই খবর তিনি টুইটারে নিজেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ভারতের সংবিধানে একসঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখার নিয়ম নেই। যে কারণে তিনি কানাডা থেকে পাওয়া দেশটির নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এখন তিনি আবার ভারতের নাগরিক। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে টুইটারে আজ মঙ্গলবার কানাডার নাগরিকত্ব বর্জনের কথা বলেন এই অভিনেতা। তিনি টুইটে লেখেন, ‘আমার মন এবং নাগরিকত্ব এখন দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’ এর আগে কানাডার নাগরিকত্ব গ্রহণ করে অক্ষয় সমালোচনার মধ্যে পড়েন। এই নিয়ে বেশ দোটানায় পড়ে যান এই অভিনেতা।
নাগরিকত্ব গ্রহণের পর অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাছের এক বন্ধুর কথা শুনে কানাডায় যান অক্ষয়। তখন তিনি কানাডায় যাওয়ার জন্য আবেদন করেছিলেন।
পরবর্তী সময়ে দেশে শুটিং করা দুটি সিনেমা সুপার জনপ্রিয় হয়। তখন তাঁর বন্ধু বলেছিলেন দেশে ফিরে গিয়ে শুটিং করতে। তিনি দেশে ফেরেন। কিন্তু সেই কানাডার পাসপোর্টটা থেকেই গিয়েছিল। এটা তিনি ভুলেও গিয়েছিলেন। কিন্তু তিনি কখনোই মনে করেননি কানাডার পাসপোর্ট রাখবেন। পরে ২০১৯ সালে তিনি আবেদন করেছিলেন কানাডার পাসপোর্ট বাতিলের জন্য। কিন্তু করোনা পরিস্থিতির জন্য কিছুটা পিছিয়ে যান এই অভিনেতা।
এদিকে গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়।
জানা গেছে, ছবিটিতে যৌনশিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া যৌন নিপীড়ন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। ২০১২ সালে নির্মিত সুপারহিট সিনেমা ‘ওএমজি: ওহ মাই গড’-এর সিকুয়েল ‘ওএমজি ২’। অক্ষয় কুমার ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতমসহ অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন।
0 Comments