১৫ আগস্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি ছিল বিভিন্ন হ্যাকার গ্রুপের। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এলার্টও জারি করেছিল সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ ব্যাংক। দিন পেরিয়ে যাওয়ার পর দেশের ৬টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিডস হামলা শনাক্ত করেছে সার্ট।
বুধবার (১৬ আগস্ট ) সার্টের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) ইঞ্জিনিয়ার মো. সাইফুল আলম খান বাংলাভিশনকে বলেন, দেশের ৬টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিডস হামলা শনাক্ত করা হয়েছে। আরও ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানের সাইটে হামলার দাবি করেছে হ্যাকার গ্রুপগুলো। তবে ওই অ্যাটাকগুলো ডিডস কীনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সার্ট।
তিনি আরও জানান, হামলার শঙ্কায় থাকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর বিষয়ে কাজ করছে সার্ট। হামলার শিকার নিশ্চিত করা গেছে ৬টি প্রতিষ্ঠানের সাইট।
এর আগে সাইবার হামলার শঙ্কায় দেশের বিভিন্ন ও এনআইডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাইটও বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাও কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়।
0 Comments