Header Ads Widget

২৫০ কোটির পর ৩০০ কোটির সিনেমায় শাহরুখ

 

শাহরুখ মানে নতুন চমক ২৫০ কোটির পাঠানের পর এবার ৩০০ কোটির জাওয়ান দিয়ে আসছেন বলিউডের এই কিং খান । নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাবো আর দু’সপ্তাহ পরে। এরই মধ্যে নেটিজেনরা হইচই ফেলে দিয়েছে সিনেমাটি ঘিরে। 


এ বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল শাহরুখের বহুল আলেঅচিত সিনেমা ‘পাঠান’। আর এবার আসছে  ‘জাওয়ান’। অ্যাটলি পরিচালিত এই সিনেমাটিকে বলা হচ্ছে শাহরুখের জীবনের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এ সিনেমা তৈরির জন্য শাহরুখ ৩০০ কোটি টাকা খরচ করেছেন। অনেকের ধারণা, ‘জওয়ান’ এ বছরের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে।  

ইতোমধ্যে আরব আমিরাতে  শুরু হয়েছে ‘জাওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। 

এ সিনেমার গানের প্রথম ঝলক নিয়েও দর্শক মহলে উন্মাদনার কমতি ছিল না। গানের নাম ‘চালেয়া’। রোববার হিন্দি, তামিল এবং তেলেগু— এই তিন ভাষায় গানের ঝলক প্রকাশ করেন এই সুপার স্টার। ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ লেখেন,  আপনাদের মনে ভালোবাসা জায়গা খুঁজে নেবে। 

আবারও নতুন ভাবে এই বলিউড নায়ককে দেখার অপেক্ষায় শাহরুক ভক্তরা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ৩০০ কোটি টাকার সিনেমা ‘জাওয়ান’। 


Post a Comment

1 Comments