Header Ads Widget

বাংলাদেশ দলকে শুভকামনা জানালো ব্রিটিশ হাইকমিশন

 


পর্দা উঠেছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড মডেলের আসর হওয়ায় এবার পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মূলত, গ্রুপ পর্ব ও নকআউট স্টেজে ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইতে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে মেন ইন ব্লু’রা। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করা হয় ব্রিটিশ হাইকমিশনের ভেরিয়ায়েড পেজ থেকে। সেখানে বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় সারাহ কুককে।



গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পর বাকি দুটি ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে নাজমুল শান্তর দল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে একটিমাত্র জয় রয়েছে বাংলাদেশের। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর গত ১৮ বছরে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে মেন ইন ব্লু’দের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।

/এমএইচআর

Post a Comment

0 Comments