কৈশোরের প্রেমিককে বিয়ের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ; ঘোষণার পর থেকেই ফারিণের স্বামী শেখ রেজওয়ানকে জানতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। ফেসবুকে খোঁজাখুঁজির তালিকায় (সার্চ লিস্ট) রীতিমতো ট্রেন্ডিংয়ে এসেছে রেজওয়ানের নাম।
গতকাল সোমবার রাতে ফেসবুক পোস্টে শুধু স্বামী নামটুকু জানিয়েছেন ফারিণ; অনেকে জানতে চান, কে এই রেজওয়ান? ফারিণের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ।
ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স স্নাতক করেছেন রেজওয়ান। মাঝে বছর দুয়েক ঢাকার একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরি করেছেন। রেজওয়ান এখন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন।
প্রেমিককে কখনোই প্রকাশ্যে আনেননি ফারিণ। তবে মাঝে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমার একটি পার্টিতে ফারিণের সঙ্গে দেখা গেছে রেজওয়ানকে। ফারিণের ঘনিষ্ঠজন ও সহকর্মীদের কেউ কেউ তাঁর ‘গোপন প্রেমিক’ কে জানতেন, তবে সেই খবরটা সীমিত পরিসরেই ছিল। প্রেমের খবরটা ডালপালা মেলার আগেই গতকাল বিয়ের খবর নিয়ে হাজির হলেন ফারিণ।
সাড়ে আট বছর ধরে রেজওয়ানের সঙ্গে প্রেমের পর তাঁকে জীবনসঙ্গী করলেন ফারিণ। অভিনয়ে নাম লেখানোর আগে, তারকাখ্যাতি পাওয়ার বহু আগে যাঁর সঙ্গে হৃদয়ের লেনদেন করেছেন, তাঁর সঙ্গেই নতুন পথচলা শুরু করলেন ফারিণ।
গত ১১ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ফারিণ ও রেজওয়ান। সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, মিজানুর রহমান আরিয়ান, ইমরাউল রাফাত, অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী সাবিলা নূরসহ আরও অনেকে।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামে একটি নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান ফারিণ, দেশের টিভি নাটক, ওয়েব সিনেমা ও ওয়েব সিরিজের পাশাপাশি কলকাতার ‘আরো এক পৃথিবী’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
0 Comments