ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ চার জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার মো. নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। তাৎক্ষণিকভাবে নিহত অন্য দুই জনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি আকুল চন্দ্র বলেন, বেলা ১২টার দিকে বাসস্ট্যান্ডে পাশের সড়কে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন চালকসহ আরও তিন যাত্রী।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। 0
বাকি নিহত ও আহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি আকুল চন্দ্র।
0 Comments