চলতি মৌসুমে জেলায় শনাক্তে রোগীর সংখ্যা ১৬২২ এবং হাসপাতালে ভর্তি রয়েছে ১৫৭ জন ।
মানিকগঞ্জে সবশেষ ২৪ ঘণ্টায় ৪০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন স্থানে এসব রোগী শনাক্ত হয় বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ।
তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় শনাক্তে রোগীর সংখ্যা ১৬২২ এবং হাসপাতালে ভর্তি রয়েছে ১৫৭ জন
আক্রান্তরা বিভিন্ন জেলার বাসিন্দা জানিয়ে এই কর্মকর্তা বলেন, আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল ৩৩ জন, সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সিংগাইরে ১০ জন, ঘিওরে সাতজন, শিবালয়ে পাঁচজন, দৌলতপুরে তিনজন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন রোগী ভর্তি রয়েছে।
1 Comments
😥😥
ReplyDelete