Header Ads Widget

তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। ম্যাচটিতে জয় ভিন্ন বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজের দল। দলে আনা হয়েছে তিন পরিবর্তন। শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে একাদশে নেয়া হয়েছে।


আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শfহিদি অপেক্ষায় রয়েছেন প্রথম জয়ের। আর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টিকে থাকার লড়াইয়ে নেমেছেন। ছবি : সংগৃহীত

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় সাড়ে ৩টার আগে টসে অংশ নেন অধিনায়ক সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শাহিদি। আর টসে জিতে আফগানিস্তানকে বোলিংয়ের আমন্ত্রণ জানান সাকিব।

ম্যাচটিতে শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে একাদশে নেয়া হয়েছে। এই তিনজনের জন্য বাদ পড়েছেন তানজিদ তামিম, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের আগে আবহাওয়া–বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, পাকিস্তানের লাহোরে এ দিন বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বজ্রপাতসহ, ঝোড়ো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দিনে থাকবে রোদ। আর তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা রয়েছে। যদিও সন্ধ্যার পরে তাপমাত্রা কিছুটা কমে আসবে। সে সময়ে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
 
আফগানিস্তানের একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।

বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।


Post a Comment

0 Comments