এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে জায়গা করে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। আর তাতে লাল সবুজের জার্সি গায়ে ওয়ানডেতে অভিষেক হয়ে গেল ২৩ বছর বয়সী এ অলরাউন্ডারের।
শামীম হোসেন পাটোয়ারি। ছবি: ফেসবুক থেকে নেয়া
রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে পরের বছর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন শামীম হোসেন। তবে সেটা টি-টোয়েন্টি দলে। গত দুবছরে তিনি দলের হয়ে খেলেছেন ১৭টি টি-টোয়েন্টি। ব্যাটে-বলে আহামরি কোনো পারফরম্যান্স না থাকলেও, সে সব ম্যাচে রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।
মাঠের চারপাশে খেলার দারুণ সক্ষমতা আছে তার। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে যে নৈপুণ্যে দেখিয়েছেন, তাতে মুজিব-রশিদদের বিপক্ষে তাকে আরেকটি সুযোগ দিতে কার্পণ্য করেনি কোচ, অধিনায়ক বা ম্যানেজমেন্ট। এবার ওয়ানডে দলে নিজেকে প্রমাণ করার পালা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও আগের ম্যাচের অভিষেক হওয়া তানজিদ তামিম। ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।
এশিয়া কাপ মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারায় এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। ম্যাচ হারলে ছিটকে যাবে সাকিব বাহিনী। আর জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তানের একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।
0 Comments