Header Ads Widget

অবরোধ ছত্রভঙ্গ, ৬ ঘণ্টা পর ঢাকায় রেল চলাচল শুরু

রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘট ৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।


রেললাইন অবরোধে কমলাপুরে আটকা পড়ে অন্তত ৮টি ট্রেন। ফাইল ছবি


রোববার  (৩ সেপ্টেম্বর) রেলপথ অবরোধ করে রাখা শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এর আগে সকাল থেকে আউটসোর্সিংয়ে নিয়োগ বন্ধ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কমলাপুরে আটকা পড়ে অন্তত ৮টি ট্রেন। শিডিউল বিপর্যয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

আন্দোলনকারীরা বলেন, বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় রেলওয়ে। ৩ বছরের মধ্যে চাকরি স্থায়ী হওয়ার কথা থাকলেও ১০ থেকে ১৫ বছরেও স্থায়ী হননি অনেকের। উল্টো আউটসোর্সিংয়ের শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস ধরে বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়।


শ্রমিকেরা বলেন, মন্ত্রীর সঙ্গেও কয়েক দফা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত আসেনি। ৪ বছর ধরে আন্দোলন করেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, শ্রমিকদের আন্দোলনে কোনো ট্রেন ঢাকায় ঢুকতে বা ঢাকা থেকে বেরোতে পারেনি। এতে কমলাপুর রেলস্টেশনে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। শিডিউল বিপর্যয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকাও ফেরত দেয়া হয়।
 
তবে দুপুরে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের রেললাইন থেকে হঠিয়ে দেয় পুলিশ।

Post a Comment

0 Comments